বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং বগুড়া জেলা কমিটির আয়োজনে আসন্ন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি।
২১ অক্টোবর বুধবার বেলা ১২টায় পৌর যুবদল কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়। পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফরম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। অন্যন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমান, যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, ফিরোজ মোঃ কামরুল হাসান, বর্তমান পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, এএফএম সিদ্দিকী গুড্ডু এহসান, মোস্তাফিজুর রহমান মুকুল, মতিউর রহমান টিটু, আব্দুর সবুর সবুজ, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম খোকন, শাকিল আলম, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জাহিদুল ইসলাম, সোহেল, লিটন, সোহাগ হোসাইন, আলম, স্বপন প্রমুখ।
বুধবার মেয়র পদে দলীয় ফরম উত্তোলন করেছেন সান্তাহার পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টুর পক্ষে তার ছোট ভাই রেন্টু, সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক লায়ন ফরিদ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান টিটুসহ কাউন্সিলর পদে প্রায় ২০ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে হাসিনা মমতাজ মুক্তা দলীয় ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ তারিখ ২৮ অক্টোবর।
Leave a Reply