বগুড়া গাবতলীতে সাড়ে চার বছরের এক শিশুপুত্রকে অপহরণকালে স্থানীয় জনতা চার অপহরণকারীকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। ২১ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের ছয়মাইল নামকস্থানে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের ধোরা উত্তরপাড়া গ্রামের স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সুজন প্রামানিকের সাড়ে চার বছর বয়সী ছেলে শান্ত প্রামানিক বুধবার সকালে সহপাঠীদের সাথে ছয়মাইল মোড়ে খেলছিল। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা চারজন অপরহরণকারী শান্তকে মুখ চেপে ধরে সাদা রংয়ের একটি কার গাড়ীতে উঠিয়ে নিয়ে দ্রুত চলে যায়।
এ সময় সহপাঠীদের চিৎকারে এক যুবক মোটরসাইকেল নিয়ে কার গাড়ীর পেছনে ধাওয়া করে। এভাবে দেড় কিলোমিটার যাবার পর পাঁচমাইল নামকস্থানে পৌঁছে কার গাড়ীর সামনে এসে দাঁড়ায় মোটর সাইকেলওয়ালা। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয়রা কার গাড়ী থেকে শান্ত প্রামানিক নামের ওই শিশুকে উদ্ধার করে অপহরণকারীদের গণপিটুনি দেয় এবং কার গাড়ীটি (ঢাকা মেট্রো খ, ১১-৬৪৫৩) ভাংচুর করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ কার গাড়ীসহ অপরহরণকারীদের থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো- গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের হাপানিয়া গ্রামের ইজার মোল্লার ছেলে কার গাড়ীর মালিক মিল্লাত মোল্লা (৩০), শহীদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চান্দহর গ্রামের ছামছুল হকের ছেলে আরিফুল ইসলাম (২৫) ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার তাড়াশ উত্তরপাড়া গ্রামের মৃত ময়েন সরকারের ছেলে আলামীন সরকার (২৩)। এ ঘটনায় শান্ত প্রামানিকের বাবা সুজন প্রামানিক বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply