শহর কলকাতার মতোই ছন্দে ফিরছেন কোয়েল মল্লিক। দীর্ঘ একটা বছর ধরে উপভোগ করেছেন মাতৃত্ব। পাঁচ মাস আগে পুত্র সন্তানের মা হয়েছেন। তার পরেই করোনা সংক্রমণ! রানে এবং মল্লিক পরিবারকে রেহাই দেয়নি কোভিডও। সব বাধা পেরিয়ে আবার কাজের দুনিয়ায় ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মা হওয়ার পর এই প্রথম শ্যুটিং ফ্লোরে ফিরলেন কোয়েল। আগেই সেই ছবি শেয়ার করে আনন্দের মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। এবার শ্যুটিং ফ্লোরে যাওয়ার সময়ের ভিডিও শেয়ার করলেন কোয়েল। লাল রঙের পোশাকে কোয়েল যখন নিজের ভিডিও ভক্তদের সাথে শেয়ার করেন, তা নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা।
বেশ কিছুদিন ক্যামেরা, লাইটের বাইরেই ছিলেন অভিনেত্রী। পাশাপাশি শনিবার তিনি ফিরলেন শুটে। ব্রেক পেতেই সোশ্যাল পেজে অনেক দিন পর পুরনো দুনিয়ায় ফেরার অভিজ্ঞতা ভাগ করে নিলেন, ‘কত দিন পর আবার শুটিং করছি। গত বছর পুজোয় ছবি মুক্তির পর অনেক দিনের অবসর ছিলো। শুটের মধ্যে ছোট্ট একটা ব্রেক পেয়েছি। এই সুযোগে সবার সাথে আমার আনন্দ ভাগ করে নিলাম।’
ব্যস্ততার শেষ এখানেই নয়! ২৮ অক্টোবর তিনি ভার্চুয়াল উদ্বোধক উত্তর আমেরিকার শিকাগো শহরের ‘ছবিঘর’ স্বেচ্ছ্বাসেবী আয়োজিত বাংলা চলচ্চিত্র উৎসবের। কলকাতায় উপস্থিত থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বাদ নেওয়ার সুযোগ হয় না বহু প্রবাসী বাঙালির। সেই সাধ মেটাতে ‘ছবিঘর’ এই প্রয়াস প্রথম বছরেই প্রশংসা কুড়িয়েছে। এ বছর মহামারির কারণে পুরো উৎসবই অনলাইনে।
Leave a Reply