ইন্দ্রজিৎ রায়ঃ
৩০/১/২০২১ শনিবার। পেশাজীবী সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন এর আয়োজনে অদ্য ৩০/১/২০২১ইং,শনিবার ১২তম দফায় ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়ন এ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্ভোদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃবিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আঃরশীদ মোড়ল।(উল্লেখ্য ডুমুরিয়া ফাউন্ডেশন এর ১৪ ইউনিয়ন ব্যাপী শীতবস্ত্র প্রদানের আনুষ্ঠানিক উদ্ভোদন গত ১৯/১২/২০২০ এ করেন ডুমুরিয়া ফাউন্ডেশন এর প্রধান পৃষ্টপোষক, সাবেক মন্ত্রী, বাবু নারায়ণ চন্দ্র চন্দ (এম.পি) ও পৃষ্টপোষক গাজী এজাজ আহমেদ, চেয়ারম্যান, ডুমুরিয়া উপজেলা পরিষদ।
অনুষ্ঠান সার্বিক দিক নির্দেশনা করেন
সাধারণ সম্পাদক :শামীম আহমেদ বাপ্পী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: দেবপ্রসাদ বিশ্বাস।
উপস্থিত অতিথি :বাবু সৌমেন মন্ডল, অধ্যক্ষ-বান্দা স্কুল এন্ড কলেজ;লবিত্র বিশ্বাস, সন্জয় বিশ্বাস, কল্যাণ মল্লিক, কাজল মন্ডল।
সার্বিক সহযোগীতায়ঃএম,ডি রিপন হোসেন,মো:আনারুল ইসলাম-শিক্ষা বিষয়ক সম্পাদক, রত্না রানী বিশ্বাস -মহিলা বিষয়ক সম্পাদক,এস,এম,এস মাহাতাব -সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইন্জি:মেহদী হাসান ফিরোজ -সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কৃষ্ণা রানী বিশ্বাস -সহ মহিলা বিষয়ক সম্পাদক ও ডুমুরিয়া ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।