নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন রামগন্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাওটারী এর নৌকা মার্কার নির্বাচনী গনসংযোগ।
২৮ জানুয়ারি রামগন্জ ,পৌর সভা গেইট সোনাপুর বাজারে এ নির্বাচনী জনসংযোগ করা হয়।
গনসংযোগে অংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য মন্জুরুল আলম শাহীন , হাবিবুর রহমান পবন , শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাই , উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাওটারী , সহ- সম্পাদক মনিরুল ইসলাম আকাশ , কার্যকরীসদস্য ইন্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল , এড. মো. শওকত হায়াত , কেন্দ্রীয় সদস্য সাজ্জাদুল ইসলাম , মোজাম্মেল হোসেন , সাইফউদ্দিন শাহজাদা , খিজির হায়াত , নিজাম উদ্দিন শামিম , জহিরুল আমিন জহির ,লক্ষীপুর জেলা যুবলীগ এর সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু , সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমান , ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ সভাপতি খোরশে আলম সাসুদ সহ জেলা, উপজেলা , পৌর যুবলীগের নেতৃবৃন্দ ।