সালে আহমেদ,ডেমরাঃ
ডেমরায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় হৃদয় ওরফে মামুন (২৩) আসামিকে কোনাপাড়া আল আমিন রোড়
থেকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কোনাপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গত ২৪ জানুয়ারি ধর্ষণের শিকার ওই ছাত্রীর মাতা বাদী হয়ে ডেমরা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হৃদয় ডেমরা থানার শান্তিবাগের মৃত আনোয়ার হোসেনের ছেলে।গত ১৭ জানুয়ারী রবিবার রাতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।নির্যাতিত তরুনী মাতুয়াইলের একটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।
হৃদয় দীর্ঘ এক বছর যাবত মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ঘটনার দিন নিজেদের পরিত্যাক্ত বাড়িতে ডেকে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীর সাথে শারিরিক সর্ম্পক করে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এস আই সেলিম জানায়, হৃদয় ওরফে মামুন দীর্ঘ এক বছর যাবৎ কলেজ ছাত্রীর সাথে সম্পর্ক করে। ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো।মেয়েটি ডেমরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে, আজ সন্ধায় প্রযুক্তির মাধ্যমে কোনাপাড়া হতে গ্রেফতার করা হয়েছে।