নিজ ছেলে এবং ছেলের প্রেমিকাকে হত্যার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের একজন বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি তাদের গুলি চালিয়ে হত্যা করেছেন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, জমি নিয়ে মতানৈক্যের কারনেই এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রেমিকাকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ১৮ বছরের কিশোর। পরে জমি নিয়ে দ্বন্দ্বে তাদের গুলি করে হত্যা করা হয়। এ ব্যাপারে এখনও তদন্ত চলছে।